“ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার ১৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি অফিসার প্রিয়াংকা রানী পোদ্দার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এমদাদ হোসেন খান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ও উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক তোফাজ্জল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মাছ উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদ উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মৎস্য খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।