“ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য সামনে”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৮ আগস্ট ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, “মাছে-ভাতে বাঙালি। মাছ প্রাচীনকাল থেকে বাঙালির প্রধান খাদ্য। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। মাছের খাবারে ধাতব উপাদান থাকা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব বর্জন করতে হবে। এছাড়া ময়মনসিংহে চাষকৃত মাছ দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব।”
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী ও মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
আলোচনা সভায় ময়মনসিংহের মৎস্যচাষী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।