সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার(১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর হয়ে র্যালী সহকারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্তকরনের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উক্তে আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, মৎস্য উদ্যোক্তা ফয়জুর রহমান সোহেল ও মৎস্যজীবী সমিতির সভাপতি বদিউজ্জামান বদি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য উদ্যোক্তা, মৎস্যজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।