“অসহায় বাবার তিন সন্তান নিয়ে জঙ্গলে বসবাস, সাহায্যের আবেদন এলাকাবাসীর”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে ভূমিহীন রিপন মিয়া (৪৫) পরিবার-পরিজন নিয়ে চরম দুঃসহ জীবনযাপন করছেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি বসবাস করছেন মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি জঙ্গলে। পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী চাউনিতেই ঝড়-বৃষ্টি ও রোদে রাতদিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন মিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নিয়মিত কাজ করতে পারেন না। ফলে পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাজ না পেলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় পুরো পরিবারকে। বিশেষ করে তিনটি সন্তান নিয়ে তার এই দুর্দশা আরও করুণ হয়ে উঠেছে।
মানবতাহীন জীবনযাপন করা এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তারা বলেন, “অবিলম্বে সরকারি আশ্রয়ণ প্রকল্প বা মানবিক সহায়তার মাধ্যমে রিপন মিয়া ও তার পরিবারকে সহায়তা করা প্রয়োজন।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হবে। পাশাপাশি জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ চলছে।
এলাকাবাসীর দাবি—অসহায় রিপন মিয়ার পরিবারকে দ্রুত সরকারি আশ্রয়ণ প্রকল্পে অন্তর্ভুক্ত করে তাদের মাথাগোঁজার ঠাঁই ও ন্যূনতম মানবিক সহায়তা নিশ্চিত করা হোক।