“ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং চারটি ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ীয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা পত্রে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া পৌরসভা, কুশমাইল, বাকতা ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং ফুলবাড়ীয়া সদর, বাকতা, নাওগাঁ ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি ম্যানেজার নম্রতা হাউইর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ের ফলে নানা সমস্যার সৃষ্টি হয়। আমরা শপথ পাঠের মাধ্যমে দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জামান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ফরিদ আহমেদ ও ফুলবাড়ীয়া পৌরসভা শিশু কল্যাণ কমিটির সভাপতি মোঃ হয়রত আলী।
যুব ফোরাম ও ইয়ুথ ভিজিলেন্স টিমের সভাপতি ফুয়াদ হাসান রিফাত শপথ বাক্য পাঠ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে উপবৃত্তির শর্তই হলো—১৮ বছরের আগে বিয়ে নয়।”
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার নম্রতা হাউই বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণাকে সফল করতে সবার আগে সচেতনতা জরুরি। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।”