ময়মনসিংহের তারাকান্দায় ঋণের চাপে বৃদ্ধের আত্মহত্যা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঋণের বোঝার চাপের কারণে উমেদ আলী (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের বাড়ি থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি বিলের মধ্যে জারুল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত উমেদ আলী ছিলেন মৃত ছমেদ আলীর পুত্র এবং তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।
তারাকান্দা থানার সহকারী ইনস্পেক্টর মোঃ শরীফুজ্জামান শরীফ জানান, ভোর থেকে নিখোঁজ ছিলেন উমেদ আলী। স্থানীয়রা দুপুরে তাকে জারুল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ সঙ্গীয় ফোর্সসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের আত্মীয়-পরিজন জানিয়েছেন, জীবদ্দশায় উমেদ আলী অত্যধিক ঋণগ্রস্থ ছিলেন। পুলিশ ধারণা করছে ঋণের চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। মরদেহ বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলছে।