এস আই আর ও ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ করতে গিয়ে ,নওসাদ সিদ্দিকী গ্ৰেফতার।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ২০শে আগস্ট মঙ্গলবার, ঠিক দুপুর দুটোয় , সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং আইএসএফ, ডব্লু আই এম, ডব্লু পি এল, আজাদ সামাজ পার্টি, মাইনোরিটি ইউথ ফেডারেশন সহ অন্যান্যদের সহযোগিতায়, এস আই আর ও ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবী নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল যখন টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে ডরিনা ক্রসিং পার করে ওয়াই চ্যানেলের দিকে এগোতে থাকেন, পুলিশ তাদের মিছিল সেখানেই আটকে দেন। এই আটকানো কে কেন্দ্র করে বেশ কিছুক্ষন পুলিশের সাথে তর্ক বিতর্ক চলতে থাকে। এবং যানা যায় এই প্রতিবাদ নিয়ে ওয়াই চ্যানেলে ২০শে আগস্ট থেকে ২৭শে আগস্ট পর্যন্ত একটি ধর্ণা মঞ্চ চলার কথা ছিল।
এবং যানা যায় পুলিশের পক্ষ থেকে কোনো রকম পারমিশন না পাওয়ায় তারা যোর করে কয়েকশো সদস্য জমায়েত হয়ে এই প্রতিবাদ মিছিল করলে পুলিশ আটকাতে বাধ্য হয়, ফলে পুলিশের সহিত বচসা থেকে ঠেলা ঠেলি এবং একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক নাওসাদ সিদ্দিকী, এবং কামারুজ্জামান সহ অন্যান্য দলের নেতৃত্বরা।
তাদের দাবী….এস আই আর এর নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং ডি ভোটার বানানোর কু চক্রান্তের প্রচেষ্টা চলছে।
দেশ ব্যাপী বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।
ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ অবিলম্বে বাতিল করতে হবে,
ওবিসি শংসাপত্র পূর্ণ বহালের দাবি এবং ভুয়ো এস সি , এসটি শংসাপত্র প্রদান বন্ধ করতে হবে।
তাহারা বলেন আমরা যখন শান্তি পূর্ন মিছিল করছি, পুলিশ প্রশাসন আমাদের মিছিল আটকে আমাদের ছেলেদের উপর অত্যাচার ও জোড় ভ্য্যান তোলার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ আমাদের উপর চড়াও হয়ে , আমাদের ছেলেদের নির্মাম ভাবে চ্যাংদোলা করে ভ্যানে তুলছে, আড়াইশো থেকে তিনশো ছেলেকে ভ্যানে তুলেছেন, কয়েকজন আহত হয়েছেন, এমনকি জোড় করে নেতাদেরও তুলেছেন,
আমাদের নেতা নওসাদ সিদ্দিকী। ও কামারুজ্জামান কে গ্ৰেফতার করে, আমরা গাড়ির সামনে পথ আটকালে এবং শুয়ে পরলে পুলিশ আমাদের মারধোর করে, ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেয়, তবুও আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের দাবী আদায় করে নেব, ওয়াকফ আইন মানবো না ।। এস আই আর হতে দেব না ।