আমঝুপি ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন, বৃহস্পতিবার ২১ আগষ্ট-২০২৫ সকাল দশটার দিকে তিনি ডিজিটাল সেন্টারে পৌঁছে আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও ইউএনও খায়রুল ইসলাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন,আমঝুপী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মরত ইয়াসিন আরাফাত রকেটের সাথে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সকল বিষয়ে খোঁজ খবর নেন, এ সময় আমঝুপি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী খাতুন, হিসাব সহকারী আসিফ ইকবাল সজীব, ইউনিয়ন সদস্য আব্দুল মজিদ, আরিফ হোসেন, মকবুল হোসেন, আব্দুল্লাহ, তৌফিকুর রহমান, পিন্টু, সালমা খাতুন, মেরিনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।