মুক্তাগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে শনিবার (২৩ আগস্ট ২০২৫) ভোররাত সাড়ে ৩টার দিকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি পিকআপ ভ্যানে করে মোহাম্মদ আলীর বাড়িতে ঢুকে ভাড়াটিয়া দুই পরিবারের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ডাকাতরা চলে যাওয়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতির শিকার অনিক আহমেদ জানান, তার স্ত্রী তাজমিন আক্তারের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নিজেও মারধরের শিকার হয়েছেন। অপর ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, ডাকাতরা প্রথমে কেচিগেইট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তাদের ঘরে ঢুকে সব কিছু বের করে দিতে বলেছিল।
প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন ও স্থানীয়রা জানান, ডাকাতরা পলাতক হওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এলাকাবাসী চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গণমাধ্যমকে বলেন, “শুধু ডাকাতি নয়, আমরা ভিন্ন কিছু ধারণা করছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের কারণে সব তথ্য এখন বলা সম্ভব নয়। তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।