ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হালুয়াঘাট উপজেলার কালিয়া কান্দি গ্রামের সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা গ্রামের মুহাম্মদ আলী (৬২)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, তল্লাশিতে ৬ বোতল বিদেশি মদ (রয়েল স্টিক, ৭৫০ মিলি), ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।