গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামাতে ইসলামী গফরগাঁও উপজেলার পাইথন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।
আজ ২৫ আগস্ট সোমবার সময় বাদ আসর জয়গরখালীতে অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য এবং ময়মনসিংহ-১০ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও আদর্শনিষ্ঠ দল, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষই নিরাপদ। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।
ইনসাফ কায়েম করতে হলে এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে দাঁড়িপাল্লার সমর্থক হিসেবে নিরলসভাবে কাজ করতে হবে। শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আবু সাঈদ মুগ্ধের মতো ত্যাগ ও উৎসর্গের মানসিকতা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই বিজয়ের সোপান রচিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক,পাগলা থানা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা সাইদুল ইসলাম ও এডভোকেট আতিকুর রহমান হীরা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইথল ইউনিয়ন সভাপতি ডা. রোকন উদ্দিন,মশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল হাসান, লংগাইর ইউনিয়ন সভাপতি মোঃ সোহেল রানা, ছাত্রশিবির গফরগাঁও উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির,পাগলা থানা সভাপতি শরিফুল ইসলাম।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।