রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাংগা এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় প্রভাতী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছে বলে প্রমাণ মেলে।
বিএসটিআই নরসিংদীর পরিদর্শক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর অধীনে একজনের নামে প্রসিকিউশন দাখিল করেন। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়া কিছু পণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।