ভালুকার উথুরা ইউপিতে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং প্লেট বিতরণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়ন পরিষদ ভবনে রাজস্ব আদায় ও নতুন হোল্ডিং নাম্বার প্লেট বিতরণ শীর্ষক বিশেষ গণবিজ্ঞপ্তি মূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসক) জনাব মোঃ রুবেল মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনসাধারণ।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ও সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসান আব্দুল্লাহ আল মাহমুদের অনুপ্রেরণায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ইট-সোলিং করে পাকা করার উদ্যোগ নেওয়া হবে। এ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য হোল্ডিং ট্যাক্স প্রদানকে অপরিহার্য বলে উল্লেখ করা হয়।
এছাড়া পুরাতন হোল্ডিং প্লেটগুলোর কোনো রেকর্ড অফিসে না থাকায় সেগুলোকে মূল্যহীন ঘোষণা করা হয়। পরিবর্তে অফিসের ভলিউমের সাথে মিল রেখে মাত্র ১০০ টাকার বিনিময়ে নামসহ নতুন ডিজিটাল প্লেট সরবরাহ করা হবে। নতুন প্লেট একবার সরবরাহের পর ভবিষ্যতে আর পরিবর্তন করা হবে না বলেও জানানো হয়।
কর্মকর্তারা এ সরকারি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকারের এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়। পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।