ওসমানীনগরে অটোরিক্সা ছিনতাই আটক ৩
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে এক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক ফেরদৌস আলী( ২২) আহত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, (২৭ আগষ্ট) বুধবার রাত অনুমান ১০ টায় উপজেলার গোয়ালাবাজার গয়না ঘাটের সামন থেকে থেকে যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা চালককে কাগজ পুর যাওয়ার জন্য বলে উল্লেখিত ব্যক্তিদের নিয়ে অটোরিক্সা চালক কাগজ পুরের উদ্দেশ্যে রওনা করিয়া ভাগলপুর সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কে পশ্চিম পাশে রাস্তার দিকে আগানোর পর ভাগল পুর টু হলিম পুর রাস্তায় রিক্সা টি থামাতে বলে চালক রিক্সাটি থামানোর পরপরই ছিনতাইকারীরা তাকে মারধর করে আহত করে পানিতে পেলে অটোরিক্সাটি নিয়ে চলে যায় ঐদিন রাত অনুমান ১০,৩০ ঘটিকার সময় অটোরিক্সা সহ ছিনতাইকারীদের কে চাতল পার এলাকায় স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশ কে খবর দিলে থানা পুলিশ দ্রুত পৌঁছে অটোরিক্সা সহ ছিনতাইকারীদের কে থানায় নিয়ে আসে। আটককৃত ছিনতাইকারীর মধ্যে ১। দিল মিয়া (৩০) পিতা মৃত ইস্কান্দার আলী, ২। তাজু মিয়া( ২১) পিতা আনজব আলী, উভয় সাং ঐহারকোনা, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ, ৩। রকিব মিয়া( ২৩) পিতা সেলিম মিয়া, সাং জাকির পুর, থানা ওসমানীনগর সিলেট,এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চালক থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে আসামি দেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় চালক ও যাত্রীরা। তারা দ্রুত অপরাধীদের বিচার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। এলাকাবাসী।