টানা বৃষ্টিতেও জমে উঠেছে পূজোর বাজার…. বৃষ্টিতে ভীর জমিয়েছে কলকাতা মার্কেট গুলিতে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ:
আজ ২৯শে আগস্ট শুক্রবার, কলকাতার মহানগরী জলে প্লাবন, কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে একদিকে যেমন যানজটের সৃষ্টি হয়েছে, অন্যদিকে বৃষ্টিতে ভিজে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।
আর হাতেগোনা কয়েকটা দিন বাকি, বাঙ্গালীদের বড় উৎসব দুর্গোৎসব, তাই বাধা মানেনা কোন বৃষ্টি, কয়েকদিন ধরে অন্ধকার করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, এতোটুকু থামেনি, বেশ কিছু এলাকার জনপ্লাবন, তার মধ্যেই পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে পরিবারের লোকজন, পরিবারে ছেলে মেয়েদের নিয়ে মার্কেটে মার্কেটে ভিড় জমিয়েছেন। এমনই চিত্র চোখে পড়লো, বিক্রেতারা বৃষ্টির জন্য সেই ভাবে দোকান না খুললেও, ক্রেতাদের অনুরোধে কিছু কিছু দোকান খুলেছে বিক্রেতারা, কারণ এত বৃষ্টি তাদের জিনিস নষ্ট হয়ে যাওয়ার ফলে , তাহারা প্লাস্টিক ঘিরে বসে আছেন । বৃষ্টির মধ্যেও দূর-দূরান্ত থেকে ক্রেতারা মেট্রো বাসে চড়ে এসেছেন কেনাকাটা করতে, যাতে পছন্দ সেই জিনিস কিনতে পারে, স্টক না ফুরিয়ে যায়।
বৃষ্টির মধ্যেও ভীড় চোখে পড়ার মতো, কলকাতা নিউ মার্কেট, গড়িয়াহাট মার্কেট, শ্যামবাজার মার্কেট, বড়বাজার মার্কেটসহ অন্যান্য মার্কেটে। এমনকি কলকাতার বুকে যে সকল নামী দামী শপিংমল গুলো আছে, সেইগুলো নিয়ে ভিড় উপচে পড়েছে, আর সাথে সাথে মাইকিং করে বিক্রেতারা পুজোর বিভিন্ন অফার তুলে ধরেছেন ক্রেতাদের উদ্দেশ্যে।, প্রতিটা জিনিসের উপর বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। এবং বিভিন্ন প্রাইজেরও আয়োজন রয়েছে। কেনাকাটার উপর।
একজন ক্রেতা জানালেন, কি করো বৃষ্টির মধ্যে আসতে বাধ্য করেছে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা, কারণ বছরে চারটা দিন তারা আনন্দ করবে, তারা তাদের পছন্দমত জিনিস যাতে শেষ হয়ে না যায়, তাহার চাপে পড়েই আসতে বাধ্য, আর ছোট ছোট ছেলে মেয়েদের মুখে হাসি ফুটলে আমাদেরও আনন্দ হয়। তাই আজ বাড়ি ছেলেমেয়েদের নিয়ে এসে জুতো ও আপাতত কয়েকটা জামা কিনলাম , কিন্তু কিনতে এসে আমাদের বাজেট ছাড়িয়ে যায়, এটাই বাজেটের মধ্যে কেনাকাটা হয় না। প্রতিটা জিনিসের দাম এতটাই বেড়ে যায়। আর বড়দের চাইতে ছোটদের জিনিসের দাম অনেক বেশি।।