ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
দারিদ্র্য দূরীকরণ সম্প্রদায় উন্নয়ন প্রকল্প নামে একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালত চালিয়েছে প্রশাসন। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আমানত ও ঋণের নামে গ্রামীণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এ অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দারিদ্র্য দূরীকরণের প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষদের প্রতারণার ফাঁদে ফেলছিল। উপস্থিত গ্রামবাসীরা জানান, এই চক্রটি অসহায় ও দরিদ্র মানুষকে লক্ষ্য করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রতারণামূলক কার্যক্রম ধরা পড়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল স্থানীয়দের সতর্ক করে বলেন, “সরকার অনুমোদিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে টাকা জমা রাখবেন না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন এবং ভ্রাম্যমাণ আদালতের পদক্ষেপকে সাধুবাদ জানান।