1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে পালিত হলো শিক্ষক দিবস‌ ও সর্বোপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮ তম জন্মজয়ন্তী। ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত! মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন–বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে—বাংলার তাঁতের হাটের শুভ সূচনা হলো। কাজিপুর বাঁধের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কবিতা জোছনার বৃষ্টি, কবি মাহমুদ আল মামুন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার আহত” পটিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর গাংনীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলা ভাষা ভাষীদের উপর বিজেপি সন্ত্রাস ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা মঞ্চ।

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বাংলা ভাষা ভাষীদের উপর বিজেপি সন্ত্রাস ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা মঞ্চ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ৩ রা সেপ্টেম্বর বুধবার, ২ রা ও ৩রা সেপ্টেম্বর প্রতিদিন বিভিন্ন সংগঠন এই ধর্ণা মঞ্চে প্রতিবাদ জানাচ্ছে। যে ধর্ণা মঞ্চ গান্ধী মূর্তির সামনে তৈরি হয়ে ছিল, বিজেপি নির্দেশে কেন্দ্রীয় সেনাবাহিনী মঞ্চ খুলে ফেলে দিয়েছে। মাইক এ লাইন কেটে দিয়েছিল, ততক্ষনাত সেই মঞ্চ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৈরী করা হয় ডরিনা ক্রসিং ও এসপ্লানেড মেট্রো ৫ নং এর সামনে। আর সেখানেই চলছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রতিবাদ, এবং এই প্রতিবাদ চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

পশ্চিমবঙ্গ আই এন টি টি ইউ সি আহ্বানে এবং সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শ্রমিক সংগঠনদের নিয়ে প্রতিবাদ জানান বাংলা ভাষার বিরুদ্ধে, বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার শ্রমিক এই আন্দোলনে যোগদান করেন,, বিভিন্ন প্লাকার হাতে নিয়ে। ও স্লোগানের মধ্য দিয়ে। জল বৃষ্টিকে উপেক্ষা করে পিছনে ফেলে, একি ভাবে আজও প্রতিবাদ জানান ডব্লিউ বি টি এস টি এ শিক্ষক ইউনিয়ন।

আই এন টি টি ইউ সি প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্বপন সমাদ্দার, শক্তিপদ মন্ডল, বৈশ্যানর চট্টোপাধ্যায়, নারায়ণ ঘোষ, বিধায়ক অপূর্ব সরকার, অরবিন্দ দাস। রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, সম্পাদক অশোক দাস, এবং শিবুরাম মাইতি , অরুপেষ ,,সঞ্জু , সহ কোর কমিটির ও ‌ রাজ্যের কমিটির বিভিন্ন সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

সভা শুরু থেকেই বিজেপি বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু হয়, গোটা দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষা ভাষীদের উপর আক্রমণ করা হচ্ছে, ভিন দেশী পরিযায়দের বিনা কারণে এবং এস আই আর এর নাম করে ধরে নিয়ে গিয়ে তাদের জেলে ভরে রাখা হচ্ছে, প্রমাণ পত্র থাকা সত্ত্বেও, মিথ্যা কেস দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে মঞ্চ বেঁধে দিলেন, বিজেপি নির্দেশে কেন্দ্রীয় সেনা দিয়ে ভেঁঙে দেওয়া হলো, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় কে দমাতে পারেনি, বিকল্প মঞ্চে প্রতিবাদ গর্জে উঠেছে, বাংলার মানুষ জবাব দিচ্ছে,

আর বাংলার মানুষ জবাব দেবে দুই হাজার ছাব্বিশে, আড়াইশো ও বেশি আসনে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মন্ত্রী হবেন, আর আপনারা যত যায় করুন ত্রিশটা আসন পাবেন কী না ভেবে দেখুন। কত মিথ্যা ছড়াবেন, বাংলার গরীব মানুষের কাজের টাকা আটকে রেখেছেন, লজ্জা করে না, এখন বাংলা ভাষা নিয়ে দন্দ করতে চাইছেন, ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন, বাংলার মানুষ বুঝে গেছে।

একটা কথা জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধ্রুপদী ভাষার সম্মান এনে দিয়েছেন, যে বাংলায় সাড়ে দশ কোটি মানুষ বাংলায় কথা বলে, আর গোটা পৃথিবীতে তেত্রিশ কোটি মানুষ এখনও বাংলায় কথা বলে, যে ভূখণ্ডে মানুষ ৫০০০ বছর আগে থেকেই বসবাস করতো, আমাদের শরীরে ৫০০০ বছরের ডি এন এ রয়েছে। আমরা যে ভাষায় কথা বলি তাহার ইতিহাস ২০০০ বছরের ইতিহাস,

আর আপনারা সেই ভাষাকে অপমান করছেন, বাংলা ভাষা ভাষীদের উপর অত্যাচার করছেন, গোটা দেশ জুড়ে ডবল ইঞ্জিন সরকার একের পর এক অন্যায় ভাবে বাংলাদেশী বলে জেলে ভরে রাখছে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে তা বাংলায় হতে দেবে না।
এটা মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাট নয় , এটা পশ্চিমবঙ্গ,

যেখানে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, খুদিরাম, বিনয় বাদল দীনেশ, নেতাজী সুভাষ চন্দ্র জন্মেছেন, যাদের গান সারা দেশে আজও কন্ঠে ধ্বনিত হয়, এই বাংলা তাদের, এই বাংলায় অন্য কারো ঠাঁই হবে না ,

আর এই বাংলা থেকে একটা ভোটার লিস্টে কারো নাম বাতিলও হবে না , তাহলে কয়েক হাজার ‌মানুষ দিল্লি গিয়ে আপনার পথ অবরুদ্ধ করে দেবে, তবুও কেউ বাংলাকে অপমানিত হতে দেবে না ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট