1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ভারতের রাষ্ট্রপতি দুই দিনের পশ্চিমবঙ্গ সফর করলেন। চলতি ট্রেনে উঠতে গিয়ে এক যুবক পা হারালেন গাজীপুরের কাপাসিয়ার পাচুঁয়া ভাইরাল শাপলা বিলে নৌকা ডুবির ঘটনা,একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন মেহেরপুর ডিএনসির অভিযানে ১৪০বোতল ফেনসিডিল-সহ তিন মাদক ব্যবসায়ী আটক কবিতা কেউ কথা রাখেনি “মিনি চিড়িয়াখানা উচ্ছেদ, জয়নুল পার্কে আসছে কিডস জোন” কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু ধোবাউড়া থানা কর্তৃক ১৪৫ বোতল অবৈধ ভারতীয় মদ সহগ্রেফতার ০৩ ও পিক আপ জব্দ ইজিবাইক চালক হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত আজ এতে ৫ জন কে ফাঁসির আদেশ দিয়েছেন ওপর এক দিক থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বীরগঞ্জে দেবোত্তর সম্পত্তির রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

বীরগঞ্জে দেবোত্তর সম্পত্তির রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শিবরামপুর ইউপির ধনগাঁও গ্রামের মৃত খলিলুরের ছেলে হান্নানের নেতৃত্বে প্রকাশ্যে দিনে দুপুরে দেবোত্তর সম্পত্তির রেকর্ডীয় জমিতে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে জোর পুর্বক ২ লক্ষাধিক টাকা মূল্যের ২ একর জমির চিকন ধান কেটে নেওয়ার অভিযোগ।
রবিবার ( ২ ডিসেম্বর ২৪) দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দক্ষিণ ধনগাঁয়ের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিষ্ণু মন্দিরের নামে ঐ মৌজার বিভিন্ন দাগে ৩ একর ২০ শতাংশ জমির মধ্যে ২ একর জমির মূল্যবান চিকন ধান দিন দুপুরে কেটে নিয়ে গেছে পার্শ্ববর্তী গ্রামের দুর্বৃত্তরা।

রাধা গোবিন্দ জিউ বিষ্ণু মন্দিরের সেবায়েত দেবারু বর্মন এবং কমিটির সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ যৌথ বিবৃতিতে জানান হান্নানের নেতৃত্বে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে অবৈধ ভাবে ধান কেটে নিয়ে যাওয়ার সময় ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়ার কমপক্ষে দু’ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। দীর্ঘ সময় পরে পুলিশের উপস্থিতির কারণে দুর্বৃত্তরা ধান কেটে গাড়ি বোঝাই করে নিয়ে দক্ষিন দিকে চলে যায়।

অভিযোগকারীরা আরো জানান,কমপক্ষে ৩০-৪০ জন সন্ত্রাসী লাঠি-সোটা, দা-বল্লম, নিয়ে ক্ষেতের চার পাশে দাঁড়িয়ে থেকে মেশিনের দ্বারা ধান কেটে নিয়েছে। সনাতন ধর্মালম্বীরা তাদের আস্ফালন ও মহড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে বাঁধা দেয়ার সাহস পায়নি। রাজেন্দ্র নাথ আরও জানান, জমিগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, দেবোত্তরের সম্পত্তি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বারবার অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। হান্নান যোগ সাজসে ও ভুয়া কাগজপত্র দিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত হান্নানের মুখোমুখী হতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, তিনি আওয়ামী স্বৈরশাসনের আমলে চরম নির্যাতিত হয়েছেন, মন্দির কর্তৃপক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং সক্রিয় ইন্ধনে আমার ভোগ দখলীয় ৩৫ বছরের ঐ নিষ্কন্টক সম্পত্তি জবর দখল করেছে। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি কোথাও ন্যায় বিচার পাননি বলেও জানান।

সংবাদ পেয়ে দুপুরে বীরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু তার পূর্বেই দুর্বৃত্তরা ধান কেটে নিয়ে পালিয়েছে এলাকাবাসীর অভিযোগ। পুলিশের ভূমিকায় মন্দির কমিটিও চরম ক্ষোভ এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত আছেন, তবে কোন পক্ষই অভিযোগ করেন নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট