1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সালথায় অপবাদের ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন সরিষাবাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার, ত্রি-বার্ষিকী সর্বভারতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেনবন্ধন….. চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে ‎ যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩ নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে —চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা ২২ দফা সালিশ করে ও রায় মিলেনি সাংবাদিক ফজলু মিয়ার

আশুলিয়ায় ভুয়া এক ডিজিএফআই পুলিশের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ভুয়া এক ডিজিএফআই পুলিশের হাতে গ্রেপ্তার

 

 

বিশেষ প্রতিনিধি:  আশুলিয়ায় ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষের কাছে টাকা আদায় করতে এসে ভুয়া এক ডিজিএফআই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ।

 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা সেনাবাহিনী, ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করে পুলিশ। মূলত তার নামে বানানো এসব ভুয়া কার্ড দেখিয়ে চাঁদাবাজি করতেন। নকল হলেও আসলের মতই ভাবসাব ছিলো তার।

 

 

গ্রেপ্তার মো. সাব্বির রহমান (২৮), সাতক্ষীরা সদরের ভোনা গ্রামের আব্দুল করিমের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন সময় সেনাবাহিনী সদস্য কখনো ডিজিএফআই সদস্য পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

 

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাইল এলাকায় সেনাবাহিনী পরিচয়ে পথচারীদের কাছ থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। এরপর থানা পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

রাসেল নামের একজন বলেন, সব্বির নামের এই ব্যক্তি এসএ পরিবনের গলিতে বাসা ভাড়া থাকে। আমাদের কাছেও তো সে নিজেকে ডিজিএফআই পরিচয় দিতো। শুনেছি এই পরিচয়ে অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। এখন শুনি সে নাকি ভুয়া। তবে ভুয়া হলেও আসলের মতোই ভাবসাব নিতো।

 

সাদ্দাম নামের স্থানীয় একজন বলেন, সে তো আমার কাছেও ডিজিএফআই পরিচয় দিয়েছে। আমাদের সামনে অনেক উচ্চ পর্যায়ের লোকদের ফোন করে কথা বলতো। তাকে ডিজিএফআই মনে করতাম। শুনেছি অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। এখন শুনছি তাকে ধরে পুলিশে দিয়েছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, সাব্বির নামের এই ব্যক্তি ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করে এমন প্রমাণ মিলেছে। তাকে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট