1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সালথায় অপবাদের ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন সরিষাবাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার, ত্রি-বার্ষিকী সর্বভারতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেনবন্ধন….. চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে ‎ যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩ নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে —চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা ২২ দফা সালিশ করে ও রায় মিলেনি সাংবাদিক ফজলু মিয়ার

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে একজন কে কুপিয়ে হত্যাঃ গুরুতর আহত -দুই 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে একজন কে কুপিয়ে হত্যাঃ গুরুতর আহত -দুই

 

 

সরিষাবাড়ী (জামালপর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে একজন কে কুপিয়ে হত্যা করেছে বলে প্রতিপকষর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্ত ভোগী পরিবারের অভিযোগ। এ ছাড়া একই পরিবারের নিহতের মা আছমা বেগম (৬৫) ও স্ত্রী মুক্তা বেগম (৩৫) নামে দুই জন কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে তারাকান্দি গ্রামে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

আহতদের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আতাউর রহমান বিপুল পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের আতাউর রহমানে বিপুল এর সাথে প্রতিবেশী চাচাতো ভাই মৃত ছানোয়ার হোসেন তোতার পুত্র আসাদুজ্জামান আপেলের সাথে ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উক্ত জমিতে মাটি কাটার জন্য প্রস্তুতি হিসেবে জঙ্গল পরিস্কার করে মাটি সমতল করার কাজ করছিল আতাউর রহমান বিপুল । এ সময় অতর্কিত ভাবে আসাদুজ্জামান আপেলের নেতৃত্বে তার মাতা আয়েশা বেওয়া, তুহিনা খাতুন, তার পুত্র তানিম, তাহসিন, তমাল, বেবী, তার পুত্র বিন্দু, আপেলের ভাগ্নে রাব্বী, সাজিদসহ ১০/১২ জন দেশীয় ধারালো অস্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা ও আহত করেছে বলে ভুক্তভোগী পরিবার দাবী করেন। ধারালো অস্রের আঘাতে আতাউর রহমান বিপুলের ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তাকে বাঁচাতে মা আসমা বেওয়া ও তার স্ত্রী মুক্তা বেগম এগিয়ে এলে অস্র ধারীরা তাদেরও কুপিয়ে আহত করে। আসমা বেওয়ার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম তাদের অবস্থা বেগতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

সংবাদপেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে এবং আতাউর রহমানের শরীর থেকে বিচ্ছিন্ন ডান পা কুড়িয়ে থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের আরএমও ডাঃ রবিউল ইসলাম বলেন, গুরুতর আহত দুই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জমোঃ চাঁদ মিয়া বলেন, ঘটনাস্থলে নিজে পরিদর্শন করেছি এবং ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট