1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
শ্রাবণ মাসের শেষ সোমবারে, মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম। হাতির বৃষ্টির ছাতা মাহমুদুল হাসান শান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ওসমানীনগরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা-মুফতি আলী হাসান ওসামা মেহেরপুর আশরাফপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার-১ পঞ্চগড় জেলা প্রশাসকের ডাহুক নদীর পাথর মহাল পরিদর্শন  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

শহীদ মিনারের সামনে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

শহীদ মিনারের সামনে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:

আজ ২১শে জুলাই মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায়, শহীদ মিনারের সামনে, মহম্মদ নওশাদ সিদ্দিকীর আহবানে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ হলো। এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সদস্য জমায়েত হন। 2021 সালে এই দলের পথচলা শুরু হয়।

 

সমাবেশ শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং স্লোগানের মধ্য মধ্য দিয়ে।

মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলার কর্মকর্তা ও সদস্যরা, তাহাদের মধ্যে ছিলেন মহিউদ্দিন, রাকেশ বেরা, প্রসেনজিৎ বসু , দীনেশ চন্দ্র বিশ্বাস, মুক্তার সেলিম মোল্লা,মহিউদ্দীন ইসলাম, বিপ্লব মন্ডল ,নাজীব খান, জাকির হোসেন , আব্দুল রেজ্জাক আরো অন্যান্য অতিথিবৃন্দ, দেখতে দেখতে পঞ্চম তম বর্ষে পদার্পণ করল এই দল, তাহাদের বৃদ্ধি আস্তে আস্তে সারাদেশে বাড়তে শুরু করেছে, তাই আজ প্রতিষ্ঠা দিবসে বেশ কিছু দাবি নিয়ে মঞ্চে গর্জে উঠলেন একের পর এক সদস্যরা, কিভাবে তাদের হেনস্থা করা হচ্ছে এবং নিপীড়ন করা হচ্ছে, ও মহিলাদের উপর কিভাবে অত্যাচার শুরু হয়েছে, আর আমরা চুপ করে থাকব না, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি বাস্তবায়িত না হয়ে, সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছেন, শুধু তাই নয় মাদ্রাসা স্কুলগুলোকে পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, আই ৪৯২ টি মাদ্রাসা স্কুলে ছাত্র থাকলেও শিক্ষক নাই, আমাদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় আইএসএফ আন্দোলনের মধ্য দিয়ে ছিনিয়ে নেবে। আমরা আরও একটি হুঁশিয়ারী দিতে চাই, প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে, আমাদের সদস্যদের মেরে রোখা যাবে না, যত মারবেন আমাদের সংগঠন তত তীব্র হবে,

 

আজ প্রতিষ্ঠা দিবসে সকলকে এক করার উদ্দেশ্য, আর চুপ করে কেউ যাতে না থাকে, এলাকায় এলাকায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান, আমরা যে সকল দাবি করছি সেগুলো অবিলম্বে পূরণ না হলে, আগামী ২০২৬ এর ভোটে বুঝিয়ে দেবো, সাধারণ মানুষ ও সেকুলার ফন্ট কি চায়।

 

আমাদের দাবী অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিল করতে হবে।

 

ওবিসি সংরক্ষণ পূর্ণবহাল রাখতে হবে।

 

বন সংরক্ষণ আইন ২০২৩ বাতিল করতে হবে।

 

জাতভিত্তিক জনগণনা করতে হবে,

 

আর জি কর কাণ্ডে নির্যাতিতা তিলোত্তমার ন্যায়বিচার করতে হবে দোষীদের আড়াল করা চলবে না,

 

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।

 

মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে।

 

দলিত আদিবাসী, মুসলমান, পিছড়েবর্গ মহিলাদের উপর বঞ্চনা নিপীড়ন বন্ধ করতে হবে।

 

আজ আমরা এই মঞ্চ থেকে দাবিগুলী পেশ করলাম, এই দাবিগুলি পূরন না করতে পারেন, আন্দোলন আর তীব্র হবে, যতই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার আতত করুক না কেন, অধিকার আমরা ছিনিয়ে নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট