1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ভারতের রাষ্ট্রপতি দুই দিনের পশ্চিমবঙ্গ সফর করলেন। চলতি ট্রেনে উঠতে গিয়ে এক যুবক পা হারালেন গাজীপুরের কাপাসিয়ার পাচুঁয়া ভাইরাল শাপলা বিলে নৌকা ডুবির ঘটনা,একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন মেহেরপুর ডিএনসির অভিযানে ১৪০বোতল ফেনসিডিল-সহ তিন মাদক ব্যবসায়ী আটক কবিতা কেউ কথা রাখেনি “মিনি চিড়িয়াখানা উচ্ছেদ, জয়নুল পার্কে আসছে কিডস জোন” কাপাসিয়ার শাপলা বিলে নৌকাডুবিতে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু ধোবাউড়া থানা কর্তৃক ১৪৫ বোতল অবৈধ ভারতীয় মদ সহগ্রেফতার ০৩ ও পিক আপ জব্দ ইজিবাইক চালক হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত আজ এতে ৫ জন কে ফাঁসির আদেশ দিয়েছেন ওপর এক দিক থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

গাজীপুর শ্রীপুরে আগুনে পুড়ে আওয়ামী লীগের নেতার স্ত্রী মৃত্যু ও মুদি দোকানসহ পুড়ে গেছে ১২টি কক্ষ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

গাজীপুর শ্রীপুরে আগুনে পুড়ে আওয়ামী লীগের নেতার স্ত্রী মৃত্যু ও মুদি দোকানসহ পুড়ে গেছে ১২টি কক্ষ।

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:

গাজীপুরের শ্রীপুরে আগুনে এক আওয়ামীলীগ নেতার স্ত্রী মৃত্যুর ২মাসের মাথায় ফের তাঁরই ভাড়া দেওয়া বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি মুদি দোকানসহ পুড়ে গেছে ১২টি কক্ষ।

দিবাগত গভীর রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্ৰামের ভাড়া দেওয়া বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হাশেম প্রধান পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের আব্দুল গফুর প্রধানের ছেলে। তিনি পৌর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। কেওয়া গ্রামে ভাড়া দেওয়া বাড়িটির প্রতিটি কক্ষে শ্রমিকরা ভাড়ায় থাকতেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মো. ফাহাদ বলেন,’ গভীর রাতে ওই বাড়িটির একটি কক্ষে আগুন দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশে ছড়াতে থাকে। স্থানীয় লোকজন আগুন নেভাতে কাজ শুরু করে। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, এর আগেই পুড়ে গেছে ১২টি কক্ষ।’ফাহাদ আরও বলেন, গেটের বাইর থেকে আটকানো ছিল এবং পূর্ব শত্রুতা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে আমাদের ধারণা । আগুনে ঘরের পাশে থাকা একটি মুদি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ৪ জন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর আবুল কালাম আজাদ বলেন, রাত পৌনে ৩টার দিকে ওই এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মাওনা ফায়ার সার্ভিসের ২ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

‘প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের ২০ তারিখে আবুল হাশেম প্রধানের থাকার ঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান তাঁর স্ত্রী শামসুনাহার। আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শিশুপুত্র সানোয়ার প্রধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট