1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওসমানীনগরে উপজেলা যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহ মহানগর ছাত্রশিবির আয়োজিত জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শান্তি প্রিয়ো লোক চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন  ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সরিষাবাড়ীর দুই পুলিশ কর্মকর্তা সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ স্বামীকে বটি দিয়ে হত্যা করে আত্মসমর্থন করল থানায় ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১ বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন অন্তর্ভুক্তির দাবিতে সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

গাজীপুরে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

গাজীপুরে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কার্যক্রমে বাধা সৃষ্টি, চাঁদাবাজি এবং কারখানার গাড়িচালককে মারধরের অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ মোল্লাসহ ৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শিরিরচালা এলাকায় অবস্থিত কনফিডেন্স টেক্স ওয়্যার লিমিটেড নামে গার্মেন্টস কারখানার মানবসম্পদ কর্মকর্তা মিনহাজ উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন।

আসামীরা হলো, উপজেলা শিরিরচালা গ্রামের স্থানীয় আলাউদ্দিন মোল্লার ছেলে কাউসার আহম্মেদ মোল্লা (৪৫), সে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এবং স্থানীয় আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (৩২), আব্দুল করিমের ছেলে মামুন মিয়া (৩০), মৃত আব্দুল মজিদের ছেলে আবু সাইদ (৪৫), মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে আশরাফুল (৪০), মৃত মজিবর রহমানের ছেলে দুলাল মিয়া (৪২) এবং মৃত শামছুল হক এর ছেলে জাহিদ হাসান রুবেল (৩২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উক্ত আসামিরা দীর্ঘদিন ধরে কারখানার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তারা ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং কারখানার কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। অভিযোগে আরও বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কারখানা থেকে একটি কভার ভ্যানে (রেজি. নং- চট্ট মেট্রো-১১-০০৩৯) প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নীট গার্মেন্টস পণ্য চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কারখানার প্রধান ফটকের সামনে পৌঁছালে যুবদল নেতা কাউসার আহম্মেদ মোল্লার মালিকানাধীন প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১৪-৫২০৬) দিয়ে পথরোধ করেন।

এরপর তারা গাড়ি চালকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং চার ঘণ্টার বেশি সময় মালবাহী কভার্ড ভ্যানটি আটকে রাখা হয়। পরে প্রাণরক্ষার্থে চালক সাজু বাধ্য হয়ে তাদের ৫ হাজার টাকা দিলে তারা গাড়ি ছেড়ে দেয়। যাওয়ার সময় আসামিরা চালককে হুমকি দিয়ে বলেন এই এলাকায় গার্মেন্টস ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতেই হবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে যুবদল নেতা কাউসার আহম্মেদ মোল্লার সাথে একাধিকবার ফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, কারখানায় চাঁদাবাজি সহ গাড়ি চালককে মারধরের ও ভয়ভীতি প্রদর্শন, এবং কারখানার কার্যক্রমে বাধা সৃষ্টি ঘটনায় কারখানার এক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট