1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বামপন্থী দলগুলির আহবানে, বাংলা ভাষার বিরুদ্ধে– প্রতিবাদ মিছিল. সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে নলকূপ বিতরণ নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের পীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ ময়মনসিংহে ওএমএস ডিলার নিয়োগে লটারি স্থগিত, পক্ষপাতের অভিযোগে উত্তেজনা

সরিষাবাড়ীতে শ্রমিক দিবসে পূর্ব নির্ধারিত সভাস্থলে সভা অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে শ্রমিক দিবসে পূর্ব নির্ধারিত সভাস্থলে সভা অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ অফিস কর্তৃক আয়োজিত জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব নির্ধারিত স্থানে শ্রমিকদের আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিক নেতা ও শ্রমিকদের মাঝে তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার ( ১লা মে) ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ অফিস আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ছটেছে।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, আর্ন্তজাতিক শ্রমিক দিবস ১লা মে উদযাপন উপলক্ষে গত ১৬ ই মে শ্রমিক নেতাদের নিয়ে এক প্রস্তুতি মুলক সভায় শ্রমিকদের আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার জন্য সিদ্ধান্ত হয়। সে মোতাবেক উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ অফিস উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনে সভাপতি/ সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দদেরকে এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য শ্রমিকদের উপস্থিত হওয়ার জন্য পত্রে মাধ্যমে আমন্ত্রন জানান। আমন্ত্রন পেয়ে উপজেলার বিভিন্ন ২০/২৫টি শ্রমিক সংগঠন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অটো ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে উপজেলায় সমবেত হয়ে শ্রমিকরা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আনন্দ র‌্যালী সহকারে উপজেলা পরিষদ চত্বর এসে হাজির হয়ে পরবতীতে আলোচনা সভা স্থলে উপস্থিত হলেও অডিটরিয়ামে কোন বসার সুযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে পূর্বনির্ধারিত উপজেলা অডিটরিয়ামের বাইরে অয়োজক ও অতিথীবৃন্দ দাড়িয়ে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সচিব সাবের হোসেন বিপুল এর স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) লিজা রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন। এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদ মিয়া, উপজেলা শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা শহিদুল ইসলাম সহ উপজেলা জাতিয়তাবাদী শ্রমিকদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপসিস্থত ছিলেন। সেখানে শ্রমিক নেতাদের বক্তব্য প্রদানের সুযোগ না দেওয়ায় তাদের মাঝে চাপা ক্ষোভ ও অপমানজনক বলে অখ্যায়িত করে সমালোচনা চলছে শ্রমিকদের মধ্যে।
এ ব্যাপারে উপজেলা জাতিয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ ঢাকা- ৩৬৪০ সরিষাবাড়ী ট্রাক চালক শ্রমিক নিয়ন্ত্রণ অফিস আরামনগর বাজার এর সভাপতি মুনছের আলী ড্রাইভার জানান, উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র সরিষাবাড়ী এর পক্ষ থেকে শ্রমিক দিবস উপলক্ষে সরিষিবাড়ী উপজেলার ২০/২৫ টি শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীদের নিয়ে রেলি ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সে মোতাবেক আমরা আনন্দ র‌্যালি সহকারে উপজেলা পরিষদের অডিটোরিয়াম আলোচনা সভাস্থলে সমবেত হলেও সেখানে আমাদের বসার এবং আলোচনা সভায় শ্রমিক দিবসে কোন বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া থেকে বিরত রাখা সহ দুরদুরান্ত থেকে আসা শ্রমিকদের জন্য কোন আপ্যায়নের ব্যাবসস্থাও করা হয়নি।
তিনি আরও জানান, শ্রমিক দিবসে প্রশাসনের আমন্ত্রণে শ্রমিকদের নিয়ে আলোচনা সভায় নেতাদের বক্তব্য দেওয়ার স্থান নেই। পূর্বনির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত না হওয়ায় সহ শ্রম দিবসের তাৎপর্য ও দাবী দাওয়া বিষয়ে কোন বক্তব্য উপস্থাপন ও প্রশাসনের নিকট থেকে আশ্বাস না পাওয়ায় তারা অবজ্ঞারপাত্র হয়েছেন বলে মনে করে চলছে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর নিকট মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট