1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বামপন্থী দলগুলির আহবানে, বাংলা ভাষার বিরুদ্ধে– প্রতিবাদ মিছিল. সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে নলকূপ বিতরণ নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের পীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ ময়মনসিংহে ওএমএস ডিলার নিয়োগে লটারি স্থগিত, পক্ষপাতের অভিযোগে উত্তেজনা

এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, আদ্যাপীঠের, মেডিকেল ভবনের সংস্কার রুমে, ইউ এস জি মেশিনের শুভ উদ্বোধন হলো।

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, আদ্যাপীঠের, মেডিকেল ভবনের সংস্কার রুমে, ইউ এস জি মেশিনের শুভ উদ্বোধন হলো।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ২১শে মে বুধবার , ২০ শে মে ঠিক বিকেল পাঁচটায়, ডি ডি মন্ডল ঘাট রোডের সংযোগস্থলে, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীর চারিটেবল ডিস পেনসারী মেডিকেল ভবনের সংস্কার রুমে, এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে একটি নতুন ইউএসজি মেশিনের শুভ সূচনা হলো, যাহা দুস্থ রোগী ও মানুষের সেবায় কাজে লাগবে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেশিনটি শুভ সূচনা করেন, উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুরাল ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মেডিকেল বিবেক ভাই, এছাড়াও উপস্থিত ছিলেন এলআইসি অফ ইন্ডিয়া পূর্বাচল শাখা সম্মানিত জেনারেল ম্যানেজার সি জে এস টোলিয়া, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার কে এস ডিও শ্রী এ কে দাস, ডিভিশনাল ম্যানেজার সিসি পূর্বাচল শ্রী এস কে দে সহ অন্যান্যরা।

উদ্বোধনের পর উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

স্বনামধন্য কবিরাজ শ্রী অন্নদা ঠাকুরের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশে, সমাজের দরিদ্র দুস্থ মানুষদের চিকিৎসার জন্য, আদ্যাপীঠ ডিসপেনসারির মাধ্যমে বিভিন্ন রোগ পরীক্ষা নির্ণয় করে থাকেন। অতি স্বল্প খরচে। ডাক্তারদের কাছে অল্প ফ্রিতে। কিন্তু ১৩ বছরের পুরানো ইউএসজি মেশিনটি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল, তাই তাহারা বিভিন্ন সংস্থার কাছে অনুদানের হাত বাড়ান, কোনরকম ফল প্রশু হয়নি, চিকিৎসা ও পরীক্ষা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মত।

তাহারা বলেন অতি অল্প খরচে আমরা পরীক্ষা ,চিকিৎসা এবং বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করে থাকি, কারণ ট্রাস্টের নিজস্ব কোন আয় নায়, কেবল ভক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানে চলে এটি। তাই আমরা নতুন ইউ এস জি মেশিনের দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, অনুদানের হাত যদি কেউ বাড়িয়ে দেয়।

অবশেষে এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, ২৮ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই নতুন ইউএসজি মেশিনটি দান করেন, আজ যার শুভ সূচনা হলো, আমরা ধন্যবাদ জানাবো সকল এলআইসির কর্তৃপক্ষকে, দুস্থ ও দরিদ্র মানুষের পরিষেবার জন্য তাহারা যেভাবে এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন,

যে মেশিনটির মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষের সেবায় লাগবে যৎসামান্য খরচে,
এই মেশিনটির মাধ্যমে, ইসিজি, এক্সরে, প্যাথলজি সহ রক্ত পরীক্ষা, ফিজিওথেরাপি, দাঁতের চিকিৎসা, দাঁত বাঁধানো, অর্থোপেডিক ,নার্ভ, হার্ট ,চোখ শিশু , স্ত্রীরোগ ছাড়াও অন্যান্য চিকিৎসার পরিষেবা পাবেন। চারিটেবিল টাস্ট সবার সেবায়, সবার পাশে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট