1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বামপন্থী দলগুলির আহবানে, বাংলা ভাষার বিরুদ্ধে– প্রতিবাদ মিছিল. সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে নলকূপ বিতরণ নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের পীরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ ময়মনসিংহে ওএমএস ডিলার নিয়োগে লটারি স্থগিত, পক্ষপাতের অভিযোগে উত্তেজনা

আমঝুপী ইউনিয়ন বিএনপি’র অবৈধ সম্মেলনকে ঘিরে দফায় দফায় হামলা-সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আমঝুপী ইউনিয়ন বিএনপি’র অবৈধ সম্মেলনকে ঘিরে দফায় দফায় হামলা-সংঘর্ষ, আহত ১০

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
দলীয় কোন্দলের আওয়ামী লীগের ও হাইব্রিড দের নিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপি’র অবৈধ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে, এ ঘটনায় জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা কাজী মিজান মেনন, মনোয়ারুল হোসেন চঞ্চল, আজিমুল বারি লাভলুসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার ২৩ মে-২০২৫ সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জনতার চেয়ারম্যান শফিকুল ইসলাম-এর নেতৃত্বে তাদের সমর্থকরা জোর পর্বক সম্মেলনস্থল করতে গেলে তারা বাধা সৃষ্টি করে, তারা সম্মেলনে আসা নেতাকর্মীদের বাধা দিচ্ছিলেন, আর প্রতিরোধ করতে গেলেই হামলার শিকার হতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সংঘর্ষের একাধিক পর্ব চলে, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ মুখোমুখি হয়, আহতদের মধ্যে কয়েকজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও,তবে আইন-শৃঙ্খলবা বাহিনীর সামনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও তাদের নিরবতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযুক্ত উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ দিন আমরা যারা লড়াই সংগ্রাম করে বিএনপি’র জন্য জীবন বাজি রেখেছি,সেই সকল ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগ ও হাইব্রিডদের নিয়ে কমিটি করা হচ্ছে, এ কারণে ওই নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “সংঘর্ষের পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, আজ শুক্রবার ২৩ মে-২০২৫ বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে,স্থানীয় উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন, সভাপতি পদে জহির হোসেন চঞ্চল, মোস্তাক রাজা, স্বপন আহমেদ প্রতিদ্বন্দীতা করছেন, সম্মেলনে জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান , সদস্য ইলিয়াস হোসেন, ওমর ফারুক লিটন বিষেশ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট