1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ফেইসবুক নেশা কবি,তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ-৭-এর সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই যশোর অভয়নগরে অটো ভ্যান চালক লিমনের এর মরদেহ উদ্ধার করেছে পুলিশে।। ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে বিরুলিয়া ও বনগাঁওবাসীর মানববন্ধনঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান সভাপতি সালাম ও নজরুল সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন ছাত্র আন্দোলনের ৮৯ তম প্রতিষ্ঠা, পুলিশকে হুঁশিয়ারী দিলেন। এস এফ আই‌ ছাত্র সংগঠন। রাজভবন অভিযান করতে গিয়ে, পুলিশের হাতে গ্রেফতার ও আহত কংগ্রেস কর্মীরা। দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেনা। যার বিরুদ্ধেই অভিযোগ হোক, শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাংলা সংস্কৃতির পুনর্জাগরণে, ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে, ধ্বনিত হল হাজারো কন্ঠে “বন্দেমাতরম”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা সংস্কৃতির পুনর্জাগরণে, ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে, ধ্বনিত হল হাজারো কন্ঠে “বন্দেমাতরম”

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ২৪ শে জুন মঙ্গলবার, ২৩ শে জুন সোমবার ঠিক বিকেল চারটায়, সায়েন্স সিটি অডিটোরিয়ামে, জগন্নাথ সরকারের উদ্যোগে,, এবং বন্দেমাতরম শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশন ও সনাতনী এডুকেশন এন্ড কালচারাল রিসার্চ ফাউন্ডেশন এর পরিচালনায়, বাংলার সংস্কৃতির নবজাগরণ, বন্দেমাতরাম ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে, ধ্বনিত হল হাজারো কন্ঠে বন্দেমাতরম সংগীত। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের পর, আজ সবার উপস্থিতিতে ধ্বনিত হল বন্দে মাতরম গানটি। এবং তার সাথে সাথে একটি নাটকও মঞ্চস্থ হয়, “সত্য শ্যামা প্রসাদ” ভাবনা ও পরিকল্পনায় রুদ্রনীল ঘোষ, পরিচালনায় দেবাশীষ বিশ্বাস।

অনুষ্ঠানের শুভ সূচনা হয়, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতমাতা ও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে সম্মান জানান।

মঞ্চে উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে পরমাত্মানন্দ মহারাজ, অশ্বিনী জি, দিলীপ ঘোষ, সজল ঘোষ, ভারতী ঘোষ সহ বিভিন্ন সাধু-সন্ততী এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি সজল চট্টোপাধ্যায়।

মন যে একে একে সকল অতিথিদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

আজকের বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে, সকল কর্মী ও উপস্থিত সুবহানুধ্যায়ীদের মধ্য থেকে একটি দাবি উঠে আসে, গঙ্গার পাড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির সবচাইতে উঁচু একটি মূর্তি বসানোর, ভারত সরকারের কাছে আমাদের দাবি, আমাদের করে দিতে হবে, এবং এটি বসাবেন বলে প্রতিশ্রুতিও দিলেন।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে, এবং হাজারো কন্ঠে বন্দে মাতরম সংগীতের মধ্য দিয়ে, কিছু কথা তুলে ধরলেন শ্যামাপ্রসাদ মুখার্জী ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর।

তাহারা বলেন ১৭৭৩ সালে সন্ন্যাসী বিদ্রোহকে উপজাত করে রচিত হয়েছিল বঙ্কিম চন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি, আর সেই উপন্যাসের অন্তর্ভুক্ত গান বন্দেমাতরম আজ হাজারো কন্ঠে ধ্বনিত হলো। যে গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় লিখে গিয়েছিলেন, যেখানে তাহার বড় মেয়ে বলেছিলেন এটা কি হবে ,তার উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, একদিন বুঝতে পারবি নাড়া ঘাটা করলে। আজ সেই গান সবার কন্ঠে ধ্বনিত হচ্ছে।

তাহার আরো বলেন, যাহারা বন্দেমাতরম সপক্ষে আন্দোলন করেছিলেন সেই বাংলায় আজও বন্দেমাতরম চলছে। আর যেখান থেকে ভারত বর্ষ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে বন্দেমাতরম উচ্চারণ হয় না, তাই আজ পাকিস্তানেও বন্দেমাতরম ধ্বনিত হয় না।

সবার শেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি সজল চট্টোপাধ্যায়। একটু দুঃখের ও ক্ষোভের সাথে বললেন, যে গান আমাদের একথা এনেছে, যে গান সবার মুখে মুখে ধ্বনিত হয়, আজ তাদের কেউ মনে রাখে না, কিন্তু আমরা যে দেশে বাস করি সেই দেশের সরকার আমাদের মনে রেখেছে এটাই আমাদের কাছে বড় পাওনা।, তিনি উদাহরণ স্বরূপ বলেন নৈহাটি যত প্রপাটি বলুন আমাদের দেওয়া যেখানে ঢুকতে গেলে, বা কোন কিছুতে আপত্তি করতে গেলে ঘুরে তাহার উপর আমাদেরকে আপত্তি করে, এই হচ্ছে আমাদের বাংলা, আমাদের ভারত বর্ষ, যাহার নিয়ে সবকিছু করে, তাকে ভুলে যায়, তবে আজ আমরা গর্বিত ভারত সরকার আমাদের কি মনে রেখেছে। তাই আই সবার কন্ঠে ধ্বনিত হোক বন্দেমাতরম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট