সারম্বরে পালিত হল, কলকাতার ইসকনের উল্টোরথ ও ভক্তদের উল্লাস।
রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ,
আজ ৫ই জুলাই শনিবার, ঠিক সকাল দশটায়, কলকাতার ব্রিগেড মাঠের যেখানে এক সপ্তাহ ধরে চলেছে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা ইসকনের জগন্নাথ দেবের। যিনি এতদিন মাসির বাড়িতে ছিলেন। মাসির বাড়ি থেকে ফিরে যাচ্ছেন নিজের বাস গৃহে।
উপস্থিত ছিলেন শ্রীমতী শাহানা বক্সী সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা,
সকাল ১০ টা থেকে ই শুরু হয় তোর জোর, বৃষ্টিকে উপেক্ষা করে, মেলা প্রাঙ্গণের গেটের সামনে, চলে জগন্নাথের আয়োজন, জগন্নাথ বলরাম সুভদ্রা কে রথে বসিয়ে চলে বিভিন্ন পূজা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি ও নারকেল ফাটিয়ে শুভ সূচনা করলেন রথের,
আজ সারাদেশেই উল্টো রথে মেতে উঠেছে ভক্তবৃন্দরা, তেমনি ইসকনেও ঠিক দুপুর একটায় রথের দড়িতে টান পড়ে, বিভিন্ন অনুষ্ঠান নাচ গানের মধ্য দিয়ে রথের চাকা একটু একটু করে গড়াতে থাকে, আর হাজার হাজার ভক্তরা রাস্তার দু’ধারে অপেক্ষা করতে থাকেন কখন রথ সেই রাস্তা দিয়ে যাবে এমনকি অফিস ফেরতি মানুষেরাও, সাথে সাথে ভক্তদের জয় জগন্নাথ জয়ধ্বনিতে আন্দোলিত হয় আকাশ বাতাস।
রথ এগিয়ে চলে একটু একটু করে ভক্তদের দড়ির টানে, পাক স্ট্রিট, ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড, এ জে সি বোস রোড,সি আই টি রোড, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, মল্লিক বাজার , কলামন্দির হয়ে প্রবেশ করেন নিজের গৃহে, চলে পুজো পাট ও আরতি, অনেকদিন ধরে ভক্তদের সমাগমে ইসকন মন্দির ভরে উঠেছিল , আজ একে একে সবাই ফিরে যাবে নিজের গৃহে, তাই থাকবে আগামী বৎসরের জন্য, এবারের ভক্তদের কাছে ও দীঘা তীর্থযাত্রীদের মূল আকর্ষণ ছিল দীঘার জগন্নাথ মন্দির, লাখ লাখ মানুষ শেখানো ভীড় জমিয়ে ছিলেন। কোথাও কমতি ছিল না ভক্তদের সমাগম।