1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাভার আশুলিয়ায় মহাসড়কে চার ট্রাক আটকে, তীব্র যানজট গাংনী বামুন্দীর সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুরসহ ৬ আওয়ামী লীগের নেতা কারাগারে কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক “ আশুলিয়ায় ২৮৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত, অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্গলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা কথাসাহত্যিক তুলতুলের মুক্তিযোদ্ধা বাবা আর নেই। সরিষাবাড়ীতে দাবীকৃত চাঁদা না দেয়ায় সুপারভাইজার-ইঞ্জিনিয়ার কে মারধর ইমাম ও উলামা মশায়েখরা সমাজের দর্পণ ———ইলিয়াসপন্তী লুনা

কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক “

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক ”

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ ১০ই জুলাই বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোয়, কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত, অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ (ডিবি) ভৌমিকের লেখা – চতুর্থ বই, ” ফার্স্ট ডে আট ওয়ার্ক” যিনি আসতে না পারায়, কানাডায় নিজের বাসভবনে বসে এই অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দিয়েছিলেন। এবং সম্মানিত অতিথিদের সহিত বিস্তারিত আলোচনা করলেন ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রখ্যাত শিল্পী -বিজয়লক্ষ্মী বর্মন, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা -দেবারতি গুপ্তা, পুরস্কারপ্রাপ্ত কবি ও পন্ডিত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন এবং যাকে নিয়ে বইটি লেখা- উমা ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একে একে সম্মানিত করেন । এবং তাহাদের হাত দিয়েই বইটির শুভ সূচনা করেন।

বইটি প্রকাশিত হয় একজন ভারতীয় মহিলার জীবন কাহিনী নিয়ে, যিনি ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস আগে জন্মেছিলেন। এই বইটির মধ্যেই তাকেই আলোকপাত করেছেন, যিনি প্রায় আট দশক ধরে তার যাত্রা, আদর্শের বিরুদ্ধে লড়াই এবং নিরলস প্রচেষ্টা ও আত্মসমর্পণ। তার জয়ের উপর বেশি করে আলোকপাত করেছেন লেখক বইটির মধ্যে।

একে একে অতিথিরা বলেন, দেবাশীষ যেভাবে বইটিকে আজ সবার সামনে তুলে ধরলেন, এবং যাকে নিয়ে বইটি প্রকাশ করলেন সত্যিই আশাতীত, যে বইটির মধ্যে অনেক কিছু বোঝানোর ও একটি মহিলার জীবন কাহিনী তুলে ধরেছেন। আমরা কিছুটা পড়ে তার লেখার ধার বুঝতে পারলাম। ইংরেজদের আমলে যে নারীকে নিয়ে বইটি লেখা হলো। আজ তিনি উপস্থিত থাকায় আমরা আরো আনন্দিত। তবে বইটি সকলে পড়লে অনেক কিছু বিষয় খুঁজে পাবেন।

অন্যদিকে লেখক দেবাশীষ ভৌমিক জোড় দিয়ে বলেন, উমা বিশ্বব্যাপী অসংখ্য নারীর প্রতিনিধিত্ব করেন, যারা নিয়ম অমান্য করেছেন এবং নতুন পথ তৈরি করেছেন।

এর সাথে সাথে প্যাটার্নের ব্যাখ্যা দিতে গিয়ে, তিনি বলেন,, প্যাটার্নের প্রয়োজন এবং গুরুত্ব পূর্ণ কারণ হলো, এটি সামাজিক নিয়ম গঠন করে, প্যাটার্ন আমাদের অভ্যাস গঠনের সাহায্য করে, কিন্তু সমস্ত প্যাটার্নের একটি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, যার পরে একটি প্যাটার্ন অনমনীয় হয়ে ওঠে, ভূমিকার ভার্চুয়াল ভাষণে বলেন, গল্পটি পাঠকদের প্রশ্ন করার জন্য অনুরোধ করে, যে সত্যি কারের সামাজিক অবগতি হচ্ছে কিনা এবং পরিবর্তন সক্ষম করার জন্য আমাদের কখনো একটি প্যাটার্নকে চ্যালেঞ্জ করতে হবে।

দেবাশীষ ভৌমিক একজন উদ্যোক্তা নেতা- যিনি এশিয়া প্যাসিফিক , ইউরোপ এবং আমেরিকা জুড়ে অনেক বিশ্বব্যাপী ফরচুন ১০০ সংস্থার জন্য কাজ করেছেন। তিনি লিডারশিপ ৪.০’ টকি ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং লেটস ডু ইট রাইট – ডাইভারসিটি সম্পর্কে একটি বইয়ের মতো বেস্ট সেলার বইয়ের লেখক। এমনকি তিনি অনুপ্রেরণামূলক জীবনের অভিজ্ঞতা নিয়ে , “আমোর- বিয়িং ইন লাইফ” উপন্যাসও লিখেছেন। আজ তাহারি লেখা চতুর্থ বই- “ফার্স্ট ডে আট ওয়ার্ক”, সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে প্রকাশ হল সকলের উপস্থিতিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট