খুলনায় ০৩ মামলায় ০৮ বছর সাজাসহ ০৬ মামলার ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করে র্যাব।।।
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ তারিখ ০৮৪৫ ঘটিকায় খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন পূজা খোলা, ছোট বয়রা, কালীবাড়ি সার্বজনিন পূজা মন্দিরের সামনে হতে অভিযান পরিচালনা করে ০৩ (তিন)টি মামলায় ০৮ বছর সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। লাবু মোল্লা (৩৫), পিতা- আবু বক্কর মোল্লা, সাং- পারচন্দ্রদীঘলিয়া,গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।