ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া তরুণ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা।
শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় উলিপুর শহরের মসজিদুল হুদা মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ছাত্র-জনতা ও সাধারণ মানুষ। জনতার কণ্ঠে ছিল একটাই দাবি,‘ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সমাবেশে বক্তারা ক্ষোভে ফেটে পড়ে বলেন, “পাথর দিয়ে বুকে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এরপর তার নিথর দেহের উপর নৃত্য করেছে ঘাতকরা! এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবতার ওপর জঘন্যতম আঘাত।”
বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, নাজমুল আল হাসান, সাইফুর রহমান, মনিত, মারুফ, মারুফা, শারমিন ও শাপলা। তাঁরা বলেন, “সোহাগ ছিলেন একজন উদ্যমী, সৎ ও সমাজসেবায় আগ্রহী তরুণ ব্যবসায়ী। এমন একজন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করার পেছনে সুস্পষ্ট পরিকল্পনা ও দুর্বৃত্তদের মদদ রয়েছে। প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতি না থাকলে এমন বর্বরতা কেউ করতে সাহস পেত না।”
বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড যদি রাজনৈতিক ছত্রচ্ছায়া কিংবা টাকার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা কঠোরতম আন্দোলনে যাব। প্রয়োজনে রাজপথ অচল করে দেওয়া হবে।”
সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, “এই সমাজে যদি ন্যায়বিচার না থাকে, তাহলে সাধারণ মানুষ একদিন আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে—এ দায় রাষ্ট্র এড়াতে পারে না।”