প্রদেশ কংগ্রেস সভাপতি- শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিবাদ কর্মসূচী।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১২ ই জুলাই শনিবার, দুপুর দেড়টায়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে , প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির আহবানে এক প্রতিবাদ কর্মসূচী।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও প্রাক্তন সাংসদ ,এমএলএ প্রদীপ ভট্টাচার্য সহ পদেশ কংগ্রেসের অন্যান্য সদস্যরা।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ভাষীদের উপর নিমি আসা নির্যাতনের প্রতিবাদে, এবং বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে, বাংলা বিদেশী বিজেপি সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচী ,
আমরা বাঙালী, বাংলা আমাদের গর্ব, যিনি বাংলা জাগরণের প্রতীক, বাংলা জাগরণের প্রাণপুরুষ, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথকে ভুলবো না। যাদের ভাষায় যাদের লেখায় আমরা বড় হয়েছি, তাহাদের বাংলায় অন্য কোন ভাষীদের ঠাঁই নাই, বাঙ্গালীদের মধ্যে বিভেদ ও বিদ্বেষ হতে দেব না, তাই আজ আমরা এর বিরুদ্ধে কলেজ স্কোয়ারে চতুর্দিকে মিছিল করে প্রতিবাদ জানালাম, এবং বিদ্যাসাগর মূর্তির সামনে এসে, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দান করলাম, এখান থেকেই আমাদের প্রতিবাদ দৃঢ় হলো, আমরা কখনোই বাঙ্গালীদের মনে বিদ্বেষ হতে দেব না।
তাহারা বলেন বিজেপি সরকার ও তৃণমূল সরকার যেভাবে দেশকে শেষ করতে চলেছে, বিভিন্ন ভাবে দ্বন্দ্ব ছড়াচ্ছে, চতুর্দিকে চলছে অরাজকতা, নারীদের উপর অত্যাচার ধর্ষণ, চাকরি কেনাবেচা, শিক্ষকদের উপর ও নারীদের উপর নির্মম অত্যাচার , একটারও সঠিক বিচার হয়নি। দেশে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নাই, এরপর এক ঘটনা বেড়ে চলেছে, আমরা তা হতে দেব না, আমরাই সেই দল , যারা সব কিছু বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বাংলা বিদ্বেষী সরকারকে দূর হটাতে হবে, আমরা জানি কোন সরকার ও কেন্দ্রীয় সরকার একে অপরের পরিপূরক।, এপিট আর ওপিট, কোন পার্থক্য নাই, সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে আঘাত আনার চেষ্টা করেন। তাই আজ প্রতিবাদ কর্মসূচীর মধ্য দিয়ে জানাতে চাই, বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষাকে যদি পরিবর্তন করতে চাই, এদের মধ্যে দ্বন্দ্ব বাজাতে চায় আমরা ছাড়বো না,
বাংলা আমার দৃপ্ত স্লোগান- ক্ষিপ্ত তীর ধনুক।
আমি বাংলার গান গাই, আমি আমার মাটিতে চিরদিন এই, বাংলায় খুঁজে পাই।
তাই বাংলা ভাষা ও বাংলা কে বাঁচাতে, আমাদের এই পদক্ষেপ। শাসনের নামে প্রহসন আর হতে দেব ।