ফরিদপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা সহ আটক ৫
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকালে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা সদস্যরা হলেন আব্দুস সোবাহান (৭৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪৫), ও তাদের জামাতা মোঃ তৈয়ব (৩০) তারা কক্সবাজার জেলার সদর উপজেলা মারিগোলা গ্রামে বসবাস করেন।
এছাড়া দুই দালাল হলেন শহরের চানমিয়া এলাকার সিয়াম আহমেদ (২৭) ও কমলাপুর বটতলা এলাকার রাশেদ খান (৩০)
জানা গেছে, রোহিঙ্গা সদস্য সোবাহান ও হাসিনার পাসপোর্ট করে দেয়ার জন্য ওই দুই দালাল চুক্তিবদ্ধ হন। এর আগে তাদের খরচ বাবদ ১৫ হাজার টাকা দেন আব্দুস সুবাহান। আজ ফরিদপুরে এসে বাকি ১৫ হাজার টাকা দেন। কিন্তু দুই দালাল তাদের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু না করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। রোহিঙ্গা সদস্যরা এর প্রতিবাদ জানালেই দুই দালাল একপর্যায়ে জামাতা মোঃ তৈয়ব কে মারধর শুরু করে। পরে তৈয়ব দৌড়ে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের কাছে সাহায্য চান। পরে সবাইকে আটকে রেখে কোতোয়ালি থানা পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই রোহিঙ্গারা যদি কোন ক্যাম্পের সদস্য হন, তাহলে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়া হবে। আর কোন ক্যাম্পের সদস্য না হলেও তাদেরকে নিজ আবাসন স্থলে পাঠিয়ে দেওয়া হবে। আর স্থানীয় দুই দালালরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।