ভালুকায় ঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।
সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভালুকা মডেল থানার পুলিশ। তারা ঘরের ভেতর থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের নৃশংসতা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।
তিনি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
ঘটনার পর পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রতিবেশীরা জানান, ময়না বেগম শান্ত স্বভাবের গৃহিণী ছিলেন এবং তার সন্তানদের নিয়ে সাধারণ জীবনযাপন করতেন। হঠাৎ এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যাবে, তা তারা কল্পনাও করতে পারেননি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তারা।