দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১৫ জুলাই মঙ্গলবার, ঠিক দুপুর ১২ টায়, বিভিন্ন দাবী নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন, বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক হাজার অঙ্গনওয়াড়ী অর্থাৎ আই সি ডি এস কর্মী উপস্থিত হন, এবং বেলা দুটোর সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দিকে আস্তে থাকেন।
এ আই ইউ টি ইউ সি অনুমোদিত, শ্রমিক সংগঠন , ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়নের কর্মীরা, পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি, ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন এবং সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে তারা আজ বিক্ষোভ দেখালেন। এবং মাননীয় রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিলেন।
মিছিল যখন বিক্ষোভ দেখাতে দেখাতে কলকাতা কর্পোরেশনের সামনে অর্থাৎ নিউমার্কেট থানার কাছাকাছি এসে পৌঁছায়, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেন তাদের শান্তিপূর্ণ মিছিল, শুরু হয় পুলিশের সাথে বচা ও হস্তাধস্তি, তারা কোনভাবে পুলিশের কথা শুনতে রাজি নয়, কারণ তারা তিন মাস আগেও একবার এইরকম বিক্ষোভ দেখিয়েছিলেন, কথা দিয়েও কথা রাখেননি মুখ্যমন্ত্রী, তাই আজ তারা প্রতিজ্ঞাবদ্ধ , ব্যারিকেট ভেঙে তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবেন ডেপুটেশন দিচ্ছে, নচেৎ শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা ও মুখ্যমন্ত্রী কে দেখা করতে হবে। আজকের বিক্ষোভ মিছিলে, বেশ কয়েকজন আইসিডিএস কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হন বলে জানান,
এই বিক্ষোভ মিছিলে সভাপতি তো করেন, সভানেত্রী পূর্নিমা দণ্ডপাঠ, সম্পাদিকা মাধবী পন্ডিত সহ অন্যান্যরা।
তাহারা দাবী তুলেন অন্যান্য দেশে যদি অঙ্গনওয়াড়ী কর্মীদের মিনিমাম ১০ হাজার টাকা মাইনে দিতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী দিতে পারবেন না কেন, অবিলম্বে আমাদের বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে। যদি মন্দির মসজিদ, পুজোতে লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারেন, আর আমরা কাজ করে কেন ন্যায্য অধিকার পাবো না, ১৫০০ টাকা বেতনে কি সংসার চলে, নুন আনতে পান্তে ফুরায়, আমাদের ঘরেও ছেলে মেয়ে আছে, পড়াশুনা করাতে হয়। হয় আমাদের দাবী মানতে হবে, নচেৎ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আমরা চাই না এইরকম মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী কে, গায়ের জোড় ফলিয়ে শুধু আমাদের কাজ করানোর চেষ্টা অথচ ন্যায্য মাইনে আমরা পাচ্ছি না এত বছর ধরে। প্রশাসনিক তরফ থেকে অনুরোধ করলেও তারা কোনো রকম কর্ণপাত করেননি, বাধ্য হয়ে প্রশাসনের অফিসারেরা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু তাহারা পরিষ্কার জানিয়ে দেন, আমরা ডেপুটেশন দিয়ে ফেরা না পর্যন্ত রাস্তার উপর বসে থাকবো। আমাদের দাবী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।
আমাদের দাবী সমূহ:-
নারী ও শিশু কল্যাণ খাতে রাজ্য বাজেট বৃদ্ধি করতে হবে।
প্রত্যেক অঙ্গনওয়াড়ী কেন্দ্রের নামে এন্ড্রয়েড সেট ও সিম কার্ড না দেওয়া পর্যন্ত, এ ডব্লিউ সি ওপেন সহ অনলাইনে কোন কাজ বাধ্যতামূলক করা চলবে না।
সরকারি কর্মীর স্বীকৃতি ও সরকারি কর্মীর ন্যায্য বেতন দিতে হবে।
সমস্ত শূন্য পদে কর্মী সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ করতে হবে
অবসরপ্রাপ্তদের এককালীন ভাতা অবসরের সাথে সাথে দিতে হবে।
অন ডিউটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দান করতে হবে।
যান্ত্রিক গোলযোগ অ্যাপসের সার্ভার সমস্যা অথবা অপর্যাপ্ত নেটের কারণে এ ডব্লিউ সি ওপেন না হলে, সবজির বিল কেটে নেওয়া চলবে না।
এই সকল দাবীকে কেন্দ্র করেই আজকের এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন।