ফুলপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে,শহীূদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ছবিকে অবমাননা করা, ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা কৃষক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকাল ৬ টায় ফুলপুর গ্রীন রোড মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে আবার গ্রীনরোড মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাশার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ,সাবেক উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল,সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,সহ উপজেলা বিএনপি ও কৃষক দল সহ বিভিন্ন সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একদল লোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি কে পদদলিত করেছে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বিএনপি কর্মীরা যদি মাঠে নামে তাহলে আপনাদের পা শরীরে থাকবে না। আরেক দল লোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি -কুরুচিপূর্ণ মন্তব্য করছে।আমি মনেকরি তারা তারেক রহমানের জনপ্রিয়তাকে দেখে ঈর্ষান্বিত হয়ে পাগলের মত একেক সময় একেক কথা বলছে। তিনি আরও বলেন বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র চলছে তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। আমাদের দলের মধ্যেও কিছু দুর্নীতিবাজ ঢুকে গেছে যারা দলের ভাব মূর্তিকে ক্ষুন্ন করার জন্য বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে।