ময়মনসিংহে সিটি ডিফেন্স পার্টির আলোচনা সভা, প্রধান অতিথি পুলিশ সুপার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টি (এনসিডিপি)-এর আয়োজনে আজ শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ময়মনসিংহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিডিপি’র প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন, ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল হোসেন এবং ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজেদ।
সভায় সভাপতিত্ব করেন এনসিডিপি’র আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাম্মের ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিডিপি’র সদস্য সচিব এটিএম জাহিদ হাসনাত বুলবুল।
এসময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মাহবুবুল আলম খান, ফরহাদ আলম, মিনহাজ শেহাব ফুয়াদ, রিয়াজ মিল্কী, সদস্য মোঃ ইয়ামিন, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাফিজ, আতাউর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম এবং খাদিজা আল কোবরা প্রমুখ।
সভায় বক্তারা সিটি ডিফেন্স পার্টির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।