ময়মনসিংহে র্যাব-১৪’র পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
র্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি কোম্পানির পৃথক দুটি সফল অভিযানে মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান, মাদক বিক্রির নগদ অর্থ এবং চারজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় রবিবার ২০ জুলাই ২০২৫ বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে। র্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় আনোয়ার আলী (৪৩) ও মোঃ সুমন মিয়া (২৬) নামে দুই মাদক কারবারিকে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান এবং দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
এর কিছু সময় পর, একইদিন বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটে র্যাব-১৪ এর আরেকটি দল কান্দানিয়া এলাকার চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মোস্তফা (৩৫) ও মোঃ সাব্বির হোসেন প্রবীণ (২৪) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৯,০০০ টাকা সহ আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
র্যাব-১৪ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।