ফুলপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকাল ৫ ঘটিকার সময় সিংহেস্বর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ময়মনসিংহ জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সৈকত আলী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রেদোয়ান হাসান, সেক্রেটারি হাঃ শরিফুল ইসলাম, সহ উপজেলা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল গন সহ ইউনিয়ন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ বলেন ফুটবল আমাদের দেশের একটি জনপ্রিয় খেলা। খেলাধুলার মাধ্যমে যেমন শরীর চর্চা হয়, তেমনিভাবে বর্তমান সময়ে যুব সমাজকে মাদকের বয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন ভবিষ্যতে আমরা প্রতিটি ইউনিয়নে এরকম খেলাধুলার আয়োজন করব। বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে ছেলেমেয়েরা মোবাইল গেইমস এর প্রতি আসক্ত হয়ে পড়ছে যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই জন্য আমরা প্রতিটি অভিভাবকের প্রতি আহবান করব আপনার সন্তানকে খেলাধুলার প্রতি উৎসাহিত করুন। খেলাধুলার মাধ্যমে আমরা আগামীতে একটি সুস্থ এবং সুন্দর জাতি উপহার দিতে পারব। তোমার সুন্দর জাতীয় উপহার দিতে পারব।
উক্ত ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন ৪নং সিংহেস্বর ইউনিয়ন ছাত্রশিবির বনাম, ফুলপুর পৌরসভা ছাত্র শিবির। উক্ত খেলায় ফুলপুর পৌরসভা একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় সিংহেস্বর ইউনিয়ন।