আমরা সিলেট-৪ আসনকে একটি মডেল এলাকায় রুপান্তর করতে চাই —মুফতি আলী হাসান ওসামা
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা খনিজ সম্পদে ভরপুর এলাকা, এই এলাকাগুলোর সম্পদকে কাজে লাগাতে পারলে এই তিনটি উপজেলা একটি মিনি সিঙ্গাপুরে পরিণত হবে। কিন্তু অতীতে আমরা এখান থেকে এমন কিছু মানুষকে সংসদে পাঠিয়েছি যারা একাই এক অর্থবছরে ২৪ হাজার কোটি টাকা মেরে দিতে পারে। আমরা সিলেট-৪ আসনকে একটি মডেল এলাকায় রুপান্তর করতে চাই। খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ আলী হাসান ওসামা উপরোক্ত কথাগুলো বলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতিক দেয়াল ঘড়ি মার্কার পক্ষে সমর্থন দেয়ার অঙ্গিকার করতে পারেন তাহলে আমরাও জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিতে পারি।
রবিবার (২৭জুলাই) বাদ আছর ইউনিয়নস্থ তেলিখাল বাজারে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে জনসভা ছিল লোকে লোকারণ্য।
ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ওলিউর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাও: শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী,
কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি
মাওলানা মাসুম আহমদ, সহ সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমেদ,
সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা খায়রুল বাশার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা শামীম আহমদ সিরাজীসহ ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।