1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
অষ্টগ্রামে আদালতের আদেশ অমান্য করে পুনরায় দোকান দখলের অভিযোগ ভোক্তাভোগির ক্ষোভ সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কে সামনে রেখেই একটি সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিকতা সমাজের প্রতি দায়বদ্ধতার শক্তিশালী মাধ্যম — মোঃ শামীম শাহরিয়ার মেধা ও মননের সম্মাননা—ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ” ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালিত ও জরিমানা আদায় ভুয়া নার্স-হালনাগাদ বিহীন কাগজপত্র থাকায় দুই হাসপাতালকে জরিমানা ময়মনসিংহ আদালতে লিফট ব্যবহার নিয়ে আইনজীবী-সাধারণ মানুষের সংঘর্ষ পাথর শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই -মুফতি আলী হাসান ওসামা নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ! সরিষাবাড়ীতে মৎস্য সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের : ২ হাজার টাকা জরিমানা ও ব্জাল পুড়িয়ে ধ্বংস

২৯ জুলাই–৮ আগস্ট, নৈরাজ্যের আশঙ্কা, পুলিশের সর্বাত্মক সতর্কতা জারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

২৯ জুলাই–৮ আগস্ট, নৈরাজ্যের আশঙ্কা, পুলিশের সর্বাত্মক সতর্কতা জারি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সরকারবিরোধী শক্তিগুলোর সম্ভাব্য নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে ঘিরে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক তৎপরতা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৮ জুলাই ২০২৫) ডিএমপি কমিশনারসহ দেশের সব মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশের কাছে এ সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে অপশক্তিগুলো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারে।

বিশেষ শাখার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারবিরোধী রাজনৈতিক দল ও তথাকথিত ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার, বিশৃঙ্খলা সৃষ্টি ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা করা হচ্ছে।

এসব পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্রতর এবং সব ধরনের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ অভিযান চলবে পুরো ১১ দিনজুড়ে—জরুরি ভিত্তিতে মোটরসাইকেল, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি মোবাইল পেট্রল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অনলাইন স্কোয়াডের কার্যক্রম নজরে রাখার নির্দেশও রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু ছাত্র ও যুবনেতা মাঠে অনুপস্থিত থাকলেও ভার্চুয়াল জগতে ‘স্কোয়াড’ তৈরি করে অনলাইনে গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশের বাইরে পাচার করা অর্থ ফিরিয়ে এনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত, দেশে-বিদেশে বসে অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট