ওসমানীনগরে উপজেলা যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচি পূর্ণ বক্তব্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে সিলেটের ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ৮ ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল ও সমাবেশে এক পর্যায়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদের পরিচালনায়,
প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, আকিক চৌধুরী।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ও নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর পরিবারসহ দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গুজব ও অপপ্রচারে লিপ্ত, যা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
বক্তারা আরও অভিযোগ করেন, এই চক্রান্তের অংশ হিসেবে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার নামেও অপমানজনক মন্তব্য ছড়ানো হচ্ছে। কিছু গুপ্ত সংগঠন ও বহিষ্কৃত দালাল চক্র এই অপচেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বক্তারা এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অবিলম্বে এই সকল হিংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসার আহবান জানান । তা না হলে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলার সতর্ক বার্তা দেন তারা।
বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী ছিলেন এই অঞ্চলের মাটি ও মানুষের অক্লান্ত পরিশ্রমী এক নেতা। উন্নয়নের রূপকার। তিনি আজও নিখোঁজ, যা জাতির জন্য একটি কলঙ্ক। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আনার। সভা শেষে মিছিল সহকারে গোয়ালাবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অতিক্রম করে, মিছিল টি সভাস্থলে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ, রিমন মাহমুদ রাসেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মাছুম আবির , কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদসহ উপজেলা ৮ ইউনিয়নের নেতৃবৃন্দরা।