1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
শ্রাবণ মাসের শেষ সোমবারে, মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম। হাতির বৃষ্টির ছাতা মাহমুদুল হাসান শান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ওসমানীনগরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা-মুফতি আলী হাসান ওসামা মেহেরপুর আশরাফপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার-১ পঞ্চগড় জেলা প্রশাসকের ডাহুক নদীর পাথর মহাল পরিদর্শন  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি দালালের খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি দালালের খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
নিয়মকে অনিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (পোল) ও তার টাঙ্গানোর অভিযোগ উঠেছে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের যোগসাজশে দালাল চক্রের সদস্যরা এমন অভিনব ঘটনা ঘটিয়েছে, তবে দায়ভার নিতে নারাজ উভয়পক্ষ, বিপাকে পড়েছে মটর লাইনের জন্য বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীরা।
অভিযোগ রয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাঠপাড়ায় টাওয়ারের মাঠে সেচ কাজে ব্যবহৃত মটরের বিদ্যুৎ লাইনের জন্য স্থানীয় দালাল ইমারুল, খোকন ও ঠিকাদার মোজাম্মেলকে মোটা অংকের টাকা দিয়েছেন করমদি গ্রামের সাহাদুল ও মিলন,দু’জনকে মটরের বিদ্যুৎ সংযোগের জন্য দালালদের এখন পর্যন্ত পৃথকভাবে দিতে হয়েছে সর্বমোট ৬ লাখ ২৫ হাজার টাকা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ম্যানেজ করে সংযোগ দিবে দালালেরা! কথা ছিল আরো কয়েক লাখ টাকা দিতে হবে তখন,
সরোজমিনে দেখে যায়, করমদির ঐ মাঠে ৩ মাস আগে আটটি বৈদ্যুতিক খুঁটি ও তার টাঙ্গানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত টাকা জমা দেওয়া হয়নি পল্লী বিদ্যুৎ অফিসে, প্রশ্ন উঠেছে, তাহলে ওই আটটি খুঁটি ও বৈদ্যুতিক তার চুরি করা হয়েছে কিনা? না হলে কাজের অনুমতির আগে কিভাবে সিংহভাগ কাজ শেষ হয়ে যায়! পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়া ঠিকাদার কিভাবে খুঁটি স্থাপন ও তার টাঙ্গাতে পারে।
করমদি গ্রামের সাহাদুল ইসলাম বলেন,পল্লী বিদ্যুৎ অফিসের দালাল ইসলামপুর গ্রামের ইমারুলকে আমি মটরের কাজের জন্য বছর দেড়েক আগে ২ লাখ টাকা দিয়েছি, মাস তিনেক হচ্ছে খাম্বা পোতা হয়েছে,আমার আর মিলনের একই বিদ্যুৎ লাইনে কাজ হয়েছে, আমার মটর আগে তারপর মিলনের মটর।
একই গ্রামের মিলন হোসেন বলেন,আমি দেবিপুর গ্রামের দালাল খোকনের মাধ্যমে ঠিকাদার মোজাম্মেলকে ৪ লাখ টাকা দিয়েছি,এখন শুনছি আমাদের টাকা পল্লী বিদ্যুৎ অফিসে জমা হয়নি! অবৈধভাবে সংযোগের কাজ হয়েছে, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বামন্দী সাবজোনাল অফিসের মাধ্যমে কাজটি হওয়ার কথা ছিল,তিনি দাবি করেন, ৪ লাখ টাকা দিলেও মোজাম্মেলকে ভালোমতো চিনেনা।
এদিকে দালালেরা বিষয়টি অস্বীকার করে দোষারোপ করছেন একে অপরকে, ইমারুল ইসলাম বলেন, কাজটি তিনি না খোকন করছে, আর খোকনের দাবি, সে কিছুই জানে না! কাজটি করছে ইমারুল আর মোজাম্মেল।
ঠিকাদার মোজাম্মেল হোসেন বলেন,আমি খুলনায় আছি, বিষয়টি মনে নেই! খোঁজ নিয়ে পরে জানাতে পারব।
অনুসন্ধানে জানা যায়, বিনামূল্যে সরবরাহের ট্রান্সফার দালাল দিয়ে বিক্রি, অবৈধ সংযোগ, খুঁটি স্থাপনে অনিয়ম, ভুয়া বিদ্যুৎ বিল তৈরি করে ঘুষ বাণিজ্যসহ নানাভাবে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বামন্দী সাবজোনাল অফিসের মাধ্যমে দালাল চক্র ব্যবহার করে সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে জেনারেল ম্যানেজার (জিএম) পর্যন্ত অসাধু উপায়ে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বামন্দী সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) সৌমিক নাসের বলেন,করমদির কাজটির পল্লী বিদ্যুৎ অফিসের কোন অনুমোদন হয়নি,টাকা জমা দেওয়ার আগে লাইন টানা হয়েছে, নিয়মমাফিক টাকা জমা দেওয়ার পর ঠিকাদার সিলেকশন করে কাজ দেওয়া হয়, কিন্তু এই কাজে টাকা জমা না দিয়েই সবকিছু কিভাবে হয়েছে সেটার তদন্ত চলছে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ বলেন, তদন্ত চলমান রয়েছে! তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট